আগামী ১ জুলাই, শুক্রবার রথযাত্রা উৎসব। এই উপলক্ষ্যে বুধবার পুলিশি বৈঠক অনুষ্ঠিত হ’ল মালদার চাঁচল থানায়।পুলিশের উদ্যোগে বুধবার দুপুরে চাঁচল থানার সিভিক ব্যারাকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মন্ডল, চাঁচল থানার আই সি পুর্ণেন্দু কুন্ডু, জেলা পরিষদ সদস্য মহম্মদ সামিউল ইসলাম এছাড়াও এলাকার রথ কমিটি ও ইমাম-মোয়াজ্জেম-সহ এলাকার রাজনৈতিক নেতারাও। শান্তি শৃঙ্খলা বজিয়ে রেখে যেনও জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার রথকে বার করা হয় সেই বার্তা দেওয়া হয় পুলিশের তরফে। পাশাপাশি এদিন রথ উৎযাপন কমিটির রুটগুলির গাইডম্যাপ তুলে ধরা হয়।
এবিষয়ে চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মন্ডল কি বলেছেন শুনব-
মালদার চাঁচল থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা ।