মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে উদ্ধার করল ইংরেজবাজার থানার পুলিশ। উদ্ধার হওয়া নাবালিকার নাম নাজরিন খাতুন। বাবার নাম সানাউল সেখ। কালিয়াচক থানার সুজাপুরের বামনগ্রাম কামাতপাড়া এলাকায় তার বাড়ি বলে জানান ওই নাবালিকা। সূত্রের খবর, চারদিন আগে সে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। বাড়ির সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। সোমবার সকালে মালদা শহরের হ্যান্টাকালী মোড় রেললাইনে আত্মহত্যা করার চেষ্টা করছিল ওই নাবালিকা। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেয়। বাড়ির সদস্যদের ডেকে নাবালিকাকে পুলিশ তাদের হাতে তুলে দেয়। বাড়ির লোকজন থানা থেকে বাড়িতে নিয়ে গেলে আবার বাড়ি থেকে সে পালিয়ে যায়।
অবশেষে, সোমবার রাত্রি দশটা নাগাদ মালদা শহরের সিংপাড়া এলাকায় মেয়েটিকে আবার পায়চারি করতে দেখেন মানুষ। স্থানীয় ক্লাবের সদস্যরা তাকে ধরে রেখে পুলিশকে খবর দেন। ইংরেজবাজার থানার পুলিশ তাকে উদ্ধার করতে কাছে গেলেই সে চেঁচামেচি করে বলে সে কোনওমতেই আর বাড়িতে ফিরবে না। এমন নারীকে উদ্ধার করে রীতিমতো ফাঁপরে পুলিশ।
ইংলিশ বাজার থেকে অপূর্ব বর্মনের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।