Malda : জমি বিবাদের জেরে গর্ভবতীর পেটে লাথি, গ্রেফতার ১

আরও পড়ুন

জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিবাদের জেরে গর্ভবতী মহিলার পেটে লাথি মারায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের চকসাতন গ্রামে। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন ১ জন, বাকিরা পলাতক। তড়িঘড়ি সেই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

সূত্রের খবর, জমি নিয়ে দুই প্রতিবেশীর বিবাদে এক গর্ভবতীর মহিলার পেটে লাথি মারার পাশাপাশি বাড়ি ভাঙচুরও করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় গুরুতরভাবে আহত ওই মহিলাকে স্থানীয় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম সুনীল প্রামাণিক। বাকি অভিযুক্তরা পলাতক। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকাজুড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের চকসাতন গ্রামের বাসিন্দা ফাগু প্রামাণিকের সঙ্গে তার প্রতিবেশী সুদাম প্রামাণিক এবং তার ভাইদের দীর্ঘদিন ধরেই জমি নিয়ে গণ্ডগোল চলছিল। আচমকাই ফাগু প্রামানিকের বাড়িতে চড়াও হয় সুদাম প্রামাণিক এবং তার ভাইয়েরা। সেখানে লাঠি নিয়ে ফাগু প্রামানিকের পরিবারের লোকজনদেরকে বেধড়ক মারধর করে। তাদের হাত থেকে রেহাই পায়নি ফাগু প্রামাণিকের ৮ মাসের গর্ভবতী মেয়ে সাবিত্রী প্রামাণিকও। অভিযোগ, গর্ভবতী ওই মহিলার পেটে লাথি মারা হয়। মেয়েকে বাঁচাতে ছুটে এলে তার মা শ্যামা প্রামাণিককেও বেধড়ক মার খেতে হয়। নির্মম প্রহারের ফলে জ্ঞান হারান সাবিত্রী এবং শ্যামা প্রামাণিক। এরপর তাদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে সুদাম প্রামাণিক এবং তার ভাই-সহ ১৩ জনের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close