আগামী বছরে পরিষেবা চালু হতে চলেছে মালদহের চাঁচল সংশোধনাগারের। ভবন নির্মাণের কাজও প্রায় শেষ পর্যায়ে। কিন্তু, মাটি সংগ্রহে সংকটের মুখে পড়েছেন ভবন নির্মাণের ঠিকাদার সংস্থার কর্মীরা। শনিবার ওই নির্মীয়মান সংশোধনাগারের কাজের গতি খতিয়ে দেখতে এসেছিলেন স্থানীয় মহকুমা শাসক কল্লোল রায়, চাঁচল ১ নম্বর ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য-সহ, চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু প্রমূখ। সমগ্র সংশোধনাগারের কাজ খতিয়ে দেখার পর ঠিকাদারী সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে মাটির সংকটের বিষয়টি জানতে পারেন তারা। মাটি না পাওয়ার ফলে কাজের গতি এগোচ্ছে না বলেও অভিযোগ তুলছেন ঠিকাদার সংস্থার কর্মীরা। ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক ও জেলা শাসককে বলে সমস্যার সমাধানের আশ্বাস দেন মহকুমা শাসক কল্লোল রায়।
মহকুমা শাসক কল্লোল রায় বলেন, “আমাদের কাছে রিপোর্ট ছিল, কাজ করতে গিয়ে কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে। সেই সমস্যা খতিয়ে দেখার জন্য আমরা এসেছি। কাজটি যেনও দ্রুততার সঙ্গে শেষ হয় সেই দিকেও নজর রাখবো”। তবে আগামী ২০২৩ সালে চাঁচল সংশোধনাগারটি চালু করা যায় কিনা তা অবশ্য সময়ই বলবে।
চাঁচল থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।