Malda : ছিনতাই করতে বাধা দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে কোপ, আক্রান্ত ২

আরও পড়ুন

ছিনতাই করতে বাধা দেওয়ায় আক্রান্ত দুই গাড়ি চালক। তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার বাইপাস সংলগ্ন এলাকায়। এই ঘটনায় আক্রান্ত দু’জন হলেন এজাজুল হক ও সাবির আলি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ।

সূত্রের খবর, বৃহস্পতিবার উড়িষ্যা থেকে একটি গাড়ি ইলিশ মাছ লোড করে নিয়ে গিয়েছিল কোচবিহারে। কোচবিহারে মাছের ওই গাড়িটি খালি করে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন দু’জন। কোচবিহার থেকে ফেরার পথে শনিবার গভীর রাতে মালদা বাইপাস সংলগ্ন এলাকায় চার-পাঁচজন দুষ্কৃতি তাদের মুখ ঢাকা অবস্থায় প্রথমে ওই গাড়িতে ইট পাটকাল ছোড়ে। ভয়ে গাড়ি থামিয়ে দেয় গাড়ির চালক। এরপর মুখ ঢাকা অবস্থায় দুষ্কৃতীরা এসে গাড়ি চালকের কাছে টাকা ছিনতাই করার চেষ্টা করে। সেই ছিনতাইয়ের কাজে বাধা দিতে গেলে দু’জনকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে দুষ্কৃতীরা। এরপর কোনওক্রমে সাবির আলি সেখান থেকে পালিয়ে কিছুটা দূরে গিয়ে চিৎকার করতে শুরু করে। এরপর দুষ্কৃতীরা এজাজুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে কোপ মেরে সেখান থেকে পালিয়ে যায়। তবে তাদের কাছ থেকে কোনওরকম টাকা পয়সা ছিনতাই করতে পারেনি দুষ্কৃতিরা।

এবিষয়ে আহত গাড়িচালক সাবির আলি জানান, চার-পাঁচ জন তাদের গাড়ি লক্ষ্য করে প্রথমে ইট পাথর ছোড়ে। তারপরে মারধর শুরু করে, এরপর ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে তাদের দু’জনকে। তাদের হাতে ধারালো অস্ত্র-সহ ছিল আগ্নেয়াস্ত্রও।

এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুরাতন মালদা থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত দুষ্কৃতীদের চিহ্নিত করতে পারেনি পুলিশ বলে খবর।

মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close