নেশামুক্তি কেন্দ্রে পালন করা হল রাখী বন্ধন উৎসব। স্থানীয় ভাকরীতে অবস্থিত নেশামুক্তি কেন্দ্রে শুক্রবার মালদার চাঁচল থানার মহিলা পুলিশ কর্মীরা ওই কেন্দ্রের যুবকদের হাতে রাখী বাঁধেন।
সূত্রের খবর, সমাজের মূল স্রোতে ফেরার আশা নিয়ে স্ব-ইচ্ছায় নেশামুক্তি কেন্দ্রে বন্দি রয়েছেন তারা। উৎসব থেকে অনুষ্ঠান সবকিছুকে দূরে সরিয়ে তাদের লড়াই চলে। শুক্রবার ওই কেন্দ্রে উপস্থিত ছিলেন চাঁচল থানার আই.সি পুর্ণেন্দু কুন্ডু-সহ অন্যান্য পুলিশ কর্মীরা। এদিন, রাখী পড়ানোর পাশাপাশি চকলেট ও মিষ্টি দিয়ে যুবকদের মুখ মিষ্টি করানো হয়। এদিন পুলিশকর্মীরা আচমকা হোমে প্রবেশ করতেই যুবকরা হতভম্ব হলেও পরে পুলিশের কর্মকান্ডে বেজায় খুশি হয়ে যান। শুধু তাই নয়, এদিন চাঁচলের নেতাজি মোড়ে পথ চলতি মানুষের হাতে রাখী পড়াতে দেখা যায় পুলিশ কর্মীদের। বাস, লরি, নিশ্চয়যান, টোটো চালকদেরও হাতে রাখী বাঁধেন পুলিশ কর্মীরা।
উল্লেখ্য, রাখী অর্থাৎ রক্ষাবন্ধন উৎসব জনপ্রিয়তা লাভ করে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ঐক্য সম্প্রীতির প্রতীক হিসেবে রবি ঠাকুর সকলের হাতে রাখী বেঁধে দিয়েছিলেন। সেই থেকে প্রতিবছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই রাখী বন্ধন উৎসব পালিত হয়। এবছর দু’দিন আনন্দময় এই রাখী উৎসব পালন করা হয়। এই উৎসবকে ঘিরে দু’দিন গৃহাঙ্গন থেকে শুরু করে কর্মস্থল-সহ সর্বত্রই এই উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। শুক্রবার চাঁচলেও পুলিশ কর্মীদের পক্ষ থেকে এই রাখী বন্ধন উৎসব যথাযথ ভাবে পালন করা হয়।
ফোর্টিন টাইমলাইন, চাঁচল, মালদা।