সদর এলাকার ব্যস্ততম রাস্তার বেহাল দশা। সামান্য বৃষ্টিতেই জমে যাচ্ছে জল। যাতায়াত করতে সমস্যার মুখে পড়ছেন এলাকাবাসী। সংস্কারের আর্জি এলাকাবাসীর। রাস্তার বেহাল দশা নিয়ে তৃণমূলকে তোপ বিজেপির।
এমনি চিত্র দেখা গেল মালদার হরিশ্চন্দ্রপুর থানার হরিশ্চন্দ্রপুর সদরের শহীদ মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত। সংস্কারের অভাবে রাস্তার বহু জায়গা ভেঙে গেছে। ফলে ছোট-বড় গর্ততে ভর্তি রাস্তা। কিছুক্ষণের বৃষ্টিতেই জমে যাচ্ছে জল। এদিকে এলাকার ব্যস্ততম রাস্তা এটি। বহু মানুষ এবং গাড়ি যাতায়াত করছে এই রাস্তা দিয়ে। কিন্তু রাস্তার এরকম বেহাল দশার ফলের সমস্যার মধ্যে পড়ছেন এলাকাবাসী। মোটরবাইক আরোহী বা টোটো চালকদের রীতিমতো ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে যেতে হচ্ছে। কারন গর্তের মধ্যে চাকা পড়লে মুহূর্তের মধ্যে গাড়ি উল্টে ঘটে যেতে পারে দুর্ঘটনা। এলাকাবাসীরা আর্জি জানিয়েছেন দ্রুত রাস্তা মেরামতির জন্য। অন্যদিকে রাস্তার এই বেহাল দশা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
বিজেপির অভিযোগ, হরিশ্চন্দ্রপুর সদর এলাকা থেকে শাসকদল তেমন ভোট না পাওয়ায় এখানে কাজ করছে না। বহুবার এই রাস্তা সংস্কারের কথা বললেও কর্ণপাত করেনি কেউই। রাস্তা সংস্কার না হলে রাস্তা অবরোধ করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।
পাল্টা তৃণমূল আক্রমণ করেছে বিজেপিকে। তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, হরিশ্চন্দ্রপুর সদর এলাকা থেকে বিজেপি এবার মুছে যাবে তৃণমূলের উন্নয়নের রাজনীতির সামনে। এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক তরজা।
পাশাপাশি এলাকাবাসীর অভিযোগ, রাজনীতি নিয়ে তৃণমূল এবং বিজেপি লড়ছে। সমস্যার মুখে পড়ছে হচ্ছে সাধারণ মানুষকে। এখন দেখার এই রাস্তা কবে সংস্কার হয়।
মালদার হরিশ্চন্দ্রপুর থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা