বহু প্রতীক্ষার পর হাইকোর্টের নির্দেশে রবিবার রতুয়া-১ ব্লকের বাটনা হাই মাদ্রাসায় পরিচালন সমিতির নির্বাচন ছিল।
সূত্রের খবর, এই নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূলের দুটি গোষ্ঠী। এক গোষ্ঠীকে মদত দিচ্ছে দলের জেলা চেয়ারম্যান সমর মুখোপাধ্যায় ও দলের জেলা সভাপতি আব্দুর রহিম বকসি।পাশাপাশি অপর গোষ্ঠীকে মদত দিচ্ছে দলের প্রাক্তন রতুয়া-১ ব্লক সভাপতি ফজলুল হক ও এলাকার দলের দুই দাপুটে নেতা আব্দুল হামিদ ও মহম্মদ হেসামুদ্দিন।
এদিন এই দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় বাটনা এলাকা। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি ও মোটরবাইক। গুলির আঘাতে জখম হন স্থানীয় বাসিন্দা মতিউর রহমান।স্থানীয় লোকজন মতিউরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সামসী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান
ভোট শুরু হতেই বিধায়ক সমর মুখোপাধ্যায় গোষ্ঠীর বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক মহম্মদ হেসামুদ্দিন।তার সাফ বক্তব্য, হার নিশ্চিত ভেবেই বিধায়ক সমর মুখোপাধ্যায় তার লোকজনকে দিয়ে ছাপ্পা ভোট করিয়েছেন। যদিও অন্য গোষ্ঠীর লোক বলে পরিচিত তথা দলের জেলা সভাপতি আব্দুর রহিম বকশি ও জেলা চেয়ারম্যানকে নবাগত তৃণমূল বলে আখ্যা দিয়েছে।
ফোর্টিন টাইমলাইন, মালদা।