Malda : নয়ানজুলিতে স্কুল বাস, আহত অসংখ্য পড়ুয়া

আরও পড়ুন

মালদায় মর্মান্তিক দুর্ঘটনার কবলে একটি স্কুল বাস। উল্টে যায় নয়ানজুলিতে। বাসে প্রায় ৪০ জন পড়ুয়া ছিল বলে খবর। দুর্ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার লক্ষ্মীপুরের কাছে মালদা-মানিকচক রাজ্য সড়কে। স্কুল থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটেছে।

শনিবার স্কুল থেকে ফেরার পথে দুর্ঘটনার ফলে গুরুতর আহত অনেকে পড়ুয়ারা। তাদের মধ্যে কম-বেশি পড়ুয়াই আহত বলে জানা গেছে। আহতরা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ওই বাসটিতে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠরত পড়ুয়াদের সঙ্গে উঁচু ক্লাসের বিদ্যার্থীরাও ছিল।

সেই বাসে থাকা এক পড়ুয়া বলে, “এই বাসে অনেকজন ছিল। এখানে সমস্ত ছেলে পড়ুয়ারাই ছিল। আমি বাসের কাঁচের জানালা থেকে কোনওরকমে বেরিয়ে আসি”। তারা বলে, স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার কাজ শুরু করেন। এরপর, পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুঁটে আসে পুলিশ। এখনও চলছে উদ্ধার কাজ।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close