Malda : রাস্তা মেরামতির দাবিতে বিক্ষোভ, সামিল পড়ুয়ারাও

আরও পড়ুন

রাস্তার ইট সোলিংয়ের কাজ হয়েছিল বাম আমলে। এরপর থেকেই মালদার চাঁচলের মতিহারপুর ও কলিগ্রাম এলাকার সংযোগকারী রাস্তা বেহাল অবস্থায় পড়ে থাকে। প্রশাসনের কাছে সেই রাস্তা মেরামতির কথা জানালেও তার কোনওরকম সুরাহা হয়নি। বৃহস্পতিবার গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের সঙ্গে বিক্ষোভে সামিল হয় স্কুল পড়ুয়ারাও।

সূত্রের খবর, বৃহস্পতিবার মালদার চাঁচলের মতিহারপুর ও কলিগ্রাম এলাকার সংযোগকারী রাস্তা মেরামতির দাবি নিয়ে মালদার চাঁচলের মহিষামারি এলাকায় নাগরিক মঞ্চের সদস্য-সহ পড়ুয়ারাও বিক্ষোভে সামিল হন। তাদের দাবি, প্রশাসনকে এই সমস্যা জানানো সত্ত্বেও তারা কেন এর কোনও সুরাহা বার করেননি। গ্রাম পঞ্চায়েত ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর জেলা প্রশাসনের আশ্বাস পেয়ে বিক্ষোভ উঠে যায়।

প্রসঙ্গত, বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য সুভাষ কৃষ্ণ গোস্বামী শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাস্তা না করার জন্য তোপ দেখেছেন।
কেন্দ্র সরকার ফান্ড দিচ্ছে না সে কারনে রাস্তা করা যাচ্ছে না বলে দাবি চাঁচলের তৃণমূল বিধায়ক নীহার রঞ্জন ঘোষের।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close