ধর্মতলার সভা কর্মী সমাগমে কর্মী-সমর্থকদের উপস্থিতি ভরপুর করতে উদ্যোগ নিল তৃণমূলের চাঁচল শাখার জয়হিন্দ বাহিনী। দলীয় কর্মীদের একছাদের তলায় এনে প্রস্তুতি সভা সারলো মালদহের চাঁচল ১ নম্বর ব্লকের জয়হিন্দ বাহিনী।তাদের উদ্যোগে বুধবার বিকেলে চাঁচলের একটি অতিথি আবাসনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।এদিন সভার মাধ্যমে তৃণমূলের একুশে জুলাইয়ের শহীদ দিবসে উপস্থিত থাকার শপথ নেন শতাধিক তৃণমূল কর্মীরা।এদিন প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মালদা জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ দাস,চাঁচল-১ নং ব্লক জয়হিন্দ বাহিনীর সভাপতি আদিল হোসেন,জেলাপরিষদ সদস্য সামিউল ইসলাম,চাঁচল-১ নং ব্লক তৃণমূল যুবর সহসভাপতি রাহানুল হক সহ দলীয় নেতা কর্মীরা। সভাশেষে জয়হিন্দ বাহিনীর পক্ষ থেকে শহীদ দিবসে যাওয়ার জন্য একটি ভ্রাম্যমান ট্যাবলোর সূচনা করা হয়।
চাঁচল ১ নম্বর ব্লক জয়হিন্দ বাহিনীর সভাপতি আদিল হোসেন বলেন, চাঁচল থেকে প্রচুর সংখ্যক তৃণমূলের কর্মী ও সমর্থকরা শহীদ দিবসের সভায় পৌঁছবেন।
ফোর্টিন টাইমলাইন, চাঁচল, মালদা।