উচ্চমাধ্যমিকে ইংরেজিতে ফেল করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে মালদার হব্বিপুর থানার ডুবাপাড়া এলাকার ঘটনা। মৃত ছাত্রীর নাম শম্পা হালদার। বয়স ১৭ বছর।
সূত্রের খবর, শম্পা স্থানীয় আর এন রায় গার্লস স্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার ছাত্রী ছিলেন। এবছর আর এন রায় স্কুল থেকে মোট ১৮০ জন পরীক্ষার্থী ছিল। তার মধ্যে অর্ধেকেরও কম সংখ্যক পড়ুয়া ৮০জন পাশ করে, বাকিরা অকৃতকার্য হয়। এরপর পাশ করানোর দাবিতে মালদার বুলবুলচন্ডি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় অকৃতকার্যরা। সম্প্রতি জেলা শিক্ষা দপ্তর ঘেরাও করে বিক্ষোভ শুর করে। এই বিক্ষোভে সামিল ছিল ওই ছাত্রী।
মৃত ছাত্রীর বাবা কুশি হালদার জানান,পরীক্ষায় ফেল করায় পরিবারের সদস্যদের অলক্ষ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্য করেছে শম্পা। তিনি আরও কি কি বলেছেন শুনুন-
ঘটনার খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। জেলার অতিরিক্ত সুপার শাহ অমিত কুমার জানান, প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার কারনে আত্মহত্যা করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তিনি আরও কি কি জানিয়েছেন শুনব-
মালদার চাঁচল থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।