মোদি সরকারের সাফল্যের আট বছর পূর্তিতে মালদা শহরে মহামিছিলের আয়োজন করল ভারতীয় জনতা পার্টি । উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। শনিবার দুপুরে পুরাতন মালদা শহরের সেতু মোড় থেকে এই মিছিল শুরু হয়। মিছিল শেষ হয় তাঁতিপাড়া মোড়ে। সেখানে সভামঞ্চ থেকে রাজ্য সরকারকে একাধিক ইশ্যুতে আক্রমণ করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বিধানসভা ভোটের আগে বর্তমান শাসকদল বুঝিয়েছিলেন-এ রাজ্যে এনআরসি(জাতীয় নাগরিক পঞ্জি) হলে সংখ্যালঘুদের তাড়িয়ে দেওয়া হবে। পৃথিবীর বিভিন্ন দেশে এনআরসি হয়েছে, এমনকি আগামী দিনে বিহারেও শুনছি- এনআরসি করা হবে। এখানেও সংখ্যালঘুরা ঘর পেয়েছেন, রেশন থেকে সকলে পাঁচ কেজি করে চাল, গম নিয়ে যাচ্ছেন, এসবই মোদিজীর টাকায়, তৃণমূল শুধু স্টাম্প লাগায়। প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়েও দুর্নীতি হয়েছে। আমরা জানি-উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় কারা চাকরি বিক্রি করেছেন। কোন কোন নেতারা দল এবং পুলিশকে ধরে বেঁচে আছেন, সঠিক সময়ে তাদের নাম প্রকাশ করা হবে। আমরা খুশি- আমাদের সঙ্গে আজ মিছিলে যারা হেঁটেছেন- তাদের মধ্যে রাষ্ট্রবাদী মুসলিম নেতারাও রয়েছেন। আছেন মতুয়া, আদিবাসী, রাজবংশী সম্প্রদায়ের মানুষ। আমরা যারা ভারতীয়রা এপিজে আবদুল কালামের আদর্শে বিশ্বাসী, সেই সমস্ত মানুষেরা ক্রিকেট খেলায় পাকিস্তান জিতলে উল্লসিত হই না। আগামী দিনের নির্বাচনে সমগ্র মালদা জেলা পদ্মময় হয়ে উঠবে। এদিন মঞ্চ থেকে নামার পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা শুভেন্দু বলেন-দিদির দল থাকলে অশ্বডিম্ব হবে।
এদিন মালদার মঞ্চ থেকে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ক’দিন আগে হুগলির কামারকুন্ডুতে একটি রেলসেতুর উদ্বোধন হয়েছে, সেখানে কেন্দ্রের ৬০ শতাংশ টাকা রয়েছে অথচ এরাজ্যের মুখ্যমন্ত্রী রেলসেতু উদ্বোধনের সময় কাউকে ডাকেননি। অনেকটা আপনার বাড়িতে গিয়ে নিজেই পাত পেড়ে বসে গেলাম খেতে। বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নাম না করে সুকান্তবাবু বলেন, একটা সময় বীরভূমের ওই নেতা চড়াম, চড়াম, গুড়-বাতাসা, ইত্যাদি বিভিন্ন কথা বলে মানুষকে চমকাতেন। তাকে ডেকে সিবিআই এখন চা খাওয়াচ্ছে, দু’বার ডাকার পর তিনি হাসপাতাল থেকে টিকিট করে বাড়ি চলে গেছেন। এরপর তাদেরকে নিয়ে আটকে রেখে দেবে। এখন তো সবে কয়েকজনকে ডেকেছে সিবিআই। আরও অনেকের নাম ডাকা বাকি আছে। এদিন মোদি সরকারের আট বছর পূর্তি উপলক্ষে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর কি কি বলেছেন শুনবো-
দক্ষিণ মালদা থেকে অপূর্ব বর্মনের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।