বিধায়কের বেফাঁস মন্তব্যের ফলে গ্রামবাসীদের পথ অবরোধ চলল। বুধবার ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া ১ নম্বর ব্লকের দুর্গাপুর এলাকায়। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় রতুয়া ভালুকা রাজ্য সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে রতুয়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সূত্রের খবর, স্থানীয় বিধায়কের কটূক্তির ফলে গ্রামবাসীরা অবরোধে বসেছেন। এ প্রসঙ্গে বিধায়ক সমর মুখোপাধ্যায়কে ফোন করা হলে তিনি ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দেন। এদিন, রতুয়া ১ নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাণীকান্ততলা গ্রামের বাসিন্দারা দুর্গাপুর স্ট্যান্ডে রতুয়া-ভালুকা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।
স্থানীয় বাসিন্দা অনুজ চৌধুরী বলেন, তাদের চলা-ফেরার জন্য এই রাস্তার খুবই বেহাল অবস্থা হয়ে রয়েছে। কেউ হঠাৎ অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।
অভিযোগ, দীর্ঘদিন ধরে বাণীকান্ততলা গ্রামের প্রায় ১ কিলোমিটার কাঁচা রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে। সেই রাস্তা পাকা করার দাবিতে স্থানীয় বিধায়ক সমর মুখোপাধ্যায়কে ফোন করা হলে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ। গ্রামবাসীদের কাছে তাদের কথোপকথনের অডিও রেকর্ডিংও রয়েছে বলে তারা জানিয়েছেন। তাই তারা বিধায়ককে মার্জনা চাওয়ার আর্জি জানিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। গালিগালাজ প্রত্যাহারের আভাস পেলে ঘন্টাখানেক ধরে চলা গ্রামবাসীদের পথ অবরোধ তুলে নেওয়া হয়।