দেশ রক্ষার সঙ্গে সাধারণ মানুষের পাশে রয়েছে ভারতীয় সেনাবাহিনী। এমনই এক নজির দেখা গেল মালদার হবিবপুর থানার ভারত-বাংলাদেশ সীমান্ত। ভারতীয় জওয়ানেরা তাদের ডিউটি করার সময় হঠাৎই এক ব্যক্তিকে বর্ডার এলাকায় ঘুরতে দেখে। তাকে বাংলাদেশি সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয় এবং তাকে ক্যাম্পে নিয়ে আসা হয়।
পরে জানা যায়, তিনি মানসিক ভারসাম্যহীন। এরপর তারা সেচ্ছাসেবী সংগঠন টিম তারাশঙ্কর চ্যারিটিকে খবর দেওয়া হয়। সূত্রের খবর, অজ্ঞাত সেই ব্যক্তির নাম মহম্মদ হাসান রাজা। তার বাড়ি বিহারের বৈশালী জেলা ও বৈশালী থানার অন্তর্ভুক্ত মান্নিপুর গ্রামে। ওই ব্যক্তি ৩ তারিখ থেকে নিরুদ্দেশ ছিল। তার পরিবারের সদস্যরা প্রচুর জায়গায় খোঁজ করেও কোনও সন্ধান পাননি।
টিম তারাশঙ্কর চ্যারিটির মাধ্যমে পরে তার পরিবারে খবর দেওয়া হয় যে, মহম্মদ হাসান রাজা মালদা জেলার হবিবপুর ব্লকের অনুরাধাপুর বিএসএফ ক্যাম্পে আছেন। বিএসএফের এসিস্টেন্স কমান্ড্যান্ট লখিন্দর যাদবের নেতৃত্বে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাড়ি ফেরার পথে খুঁজে পাওয়া যায়। খবর পাওয়া মাত্রই স্বামীর জন্য ছুঁটে আসেন হালিমা খাতুন ও তার সন্তানেরা।
ফোর্টিন টাইমলাইন, মালদা