Malda : সব্জি,কলা বিক্রির আচ্ছাদিত চাতালের উদ্বোধন শনিবার

আরও পড়ুন

মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির মুখ্য বাজার চত্বরে সব্জি এবং কলা বিক্রির আচ্ছাদিত চাতালের আনুষ্ঠানিক উদ্বোধন হ’ল আজ। শনিবার সকালে এই শেড -এর উদ্বোধন করেন কৃষি বিপণন বিভাগের মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দফতরের মন্ত্রী গোলাম রব্বানী, উত্তরবঙ্গ উন্নয়ণ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, কৃষি বিপণন বিভাগের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা, জেলাশাসক রাজর্ষি মিত্র, ইংরেজবাজার পুরসভার পুরপিতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা জেলা পরিষদের সভাধিপতি এ টি এম রফিকুল হোসেন, বিধায়ক সমর মুখোপাধ্যায়, বিধায়ক আব্দুর রহিম বক্সি, মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল সাহা-সহ অন্যান্যরা। এদিন প্রদীপ প্রজ্জ্বলন এবং ফিতে কেটে সব্জি ও কলা বিক্রির জন্য আচ্ছাদিত চাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়‌। সূত্রের খবর, এতদিন কলা এবং সব্জি ব্যবসায়ীরা খোলা আকাশের নিচেই ব্যবসা বাণিজ্য করতেন। ফলে তাদের নানা রকম সমস্যার মধ্যে পড়তে হত। অবশেষে রাজ্য সরকারের উদ্যোগে নির্মিত হল শেড । এই ছাউনি তলায় বসে মোট ৮৮ জন ব্যবসায়ী নিয়মিত তাদের ব্যবসাকার্য পরিচালনা করতে পারবেন । এমন আচ্ছাদন বিশিষ্ট চাতাল নির্মাণের ফলে রোদে না পুড়ে, জলে না ভিজে ব্যবসায়ীরা নিরুপদ্রবে তাদের পেশা চালিয়ে যেতে পারবেন। এর ফলে খুশি ক্রেতা-বিক্রেতারা সকলেই।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close