Malda : জলে ডুবে ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার মৃত্যু

আরও পড়ুন

নৌকো করে দিঘি পারাপারের সময় জলে ডুবে মৃত্যু হ’ল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বামনগোলা থানার সালালপুর এলাকায়। ওই ছোট নৌকায় ছিল মোট চারজন। তাদের মধ্যে তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও, অপরজন তলিয়ে যায়। পরে ওই কিশোরের দেহ অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের সদস্যদের ওপর।

সূত্রের খবর, মৃত কিশোরের নাম অজয় বাড়ুই। বয়স ১২ বছর। তার বাড়ি বামনগোলার সালালপুরে। স্থানীয় বামনগোলা হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল সে। রবিবার দুপুরে চার বন্ধু মিলে স্থানীয় দিঘিতে যায়। দিঘির পাড়ে বাঁধা একটি ডিঙিতে করে তারা খেলতে থাকে। খেলতে খেলতে দিঘির মাঝ বরাবর এসে হাজির হয়। ওই সময় নিজেদের অসতর্কতায় ডিঙিটি উল্টে যায়। স্থানীয়রা উদ্ধার কাজে লেগে পড়েন। সন্ধ্যের দিকে উদ্ধার হয় ওই যুবক। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাকেরা মৃত বলে ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close