Malda : বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪

আরও পড়ুন

মানিকচকের ভয়াবহ বোমা বিস্ফোরণ কাণ্ডের পর তার ফলাফল এখনও পাওয়া যাচ্ছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। এই ঘটনাতেই সোমবার ভোর-রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক ব্যক্তির মৃত্যু হয়।

সূত্রের খবর, মৃত ওই ব্যক্তির নাম সেলিম সেখ। বাড়ি মানিকচক থানার গোপালপুর। উল্লেখ্য, ১৬ জুলাই মানিকচক থানার চন্ডিপুর এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনার প্রায় আট দিনের মাথায় আরও একজনের মৃত্যু হল। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪। জানা যায়, শহরের কোনও এক নার্সিংহোমে এতদিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন সেলিম শেখ। রবিবার তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সোমবার ভোর রাতে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

ফোর্টিন টাইমলাইন, মানিকচক, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close