সোমবার সকালে একটি বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার শুখনগর এলাকায়। সাতসকালে ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
সূত্রের খবর, মৃতের নাম সঞ্জয় মন্ডল। রবিবার রাতে তার মা তাকে খোঁজাখুঁজি করে রাতের খাবার খাওয়ার জন্য খুঁজে পাননি। সোমবার সকালে আবার পাটের জমিতে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতেই পাড়ার এক ক্লাবঘরের মধ্যে তার মা ছেলের গলায় ফাঁস লাগা অবস্থায় দেখতে পান। তা দেখতেই চিৎকার করে ওঠেন মা। তার চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার মানুষ। এরপর হবিবপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রথমে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে পাঠায়। পরে সেখান থেকে তার মৃতদেহ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
মৃতের বাবা যদু মন্ডল জানিয়েছেন, “রাতে বাড়িতে খাবারের জন্য তার মা খোঁজাখুঁজি করেছেন। কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ, সোমবার সকালে তার মা পাড়ার ক্লাবঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।” সঞ্জয় আত্মহত্যা করেছে নাকি তাকে খুন করা হয়েছে, এই নিয়ে সবার মধ্যেই সংশয় শুরু হয়েছে। এবিষয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, হবিবপুর, মালদা।