Malda : ঝাঁটা হাতে নেতাদের হুমকি বধূদের

আরও পড়ুন

কাঁচা রাস্তা পাকা না হওয়ায় আমন ধানের চারা রোপন করে প্রতিবাদ জানালেন গ্রামের বধূরা। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া ১ নম্বর ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতের বালিয়া বিনোদপুর পূর্বপাড়া এলাকায়। রবিবার গ্রামের বাসিন্দারা প্রতিবাদ জানিয়েছেন ধান রোপণ করে। অভিযোগ,পঞ্চায়েতের তরফে আশ্বাসের পরেও কাঁচা রাস্তা একই অবস্থায় রয়েছে। রবিবার গ্রামবাসীদের একাংশ জড়ো হয়ে বেহাল রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখাতে থাকে। এমনকি জনপ্রতিনিধিরা আগামীতে এলাকায় এলে তাদের ঝাঁটাপেটা করারও হুমকি দেন মহিলারা।

সূত্রের খবর, রতুয়া ১ নম্বর ব্লকের ভাদো পঞ্চায়েতের বালিয়া বিনোদপুর থেকে কয়লাপাথার পর্যন্ত আড়াই কিমি রাস্তা যেনও চষা ক্ষেত। সামসী-রতুয়া রাজ্য সড়কের পাশ দিয়েই রাস্তাটি গিয়েছে। ওই রাস্তা দিয়েই চন্ডীপুর, বোলদিয়াপুকুর-সহ একাধিক গ্রামে যাওয়া যায়।

স্থানীয় বাসিন্দা রেহানা নিবি, শাহানারা বিবি জানান, মুমূর্ষু রোগী ও প্রসূতি মায়েদের খাটিয়ায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয়। বর্ষাকালে মাটির রাস্তায় চলাচল করতে গ্রামবাসীদের ভীষণ সমস্যায় পড়তে হয়।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close