পুকুর পাড় থেকে এক গৃহবধূর বিবস্ত্র দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকাজুড়ে। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল গ্রাম পঞ্চায়েতের বীরস্থলী গ্রামে। পুলিশ ঘটনাস্থলে এসে ওই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
সূত্রের খবর, মৃত ওই গৃহবধূর নাম রুকসানা খাতুন। বয়স ২৪ বছর। ওই বধূকে তার শোবার ঘরে শ্বাস রোধ করে খুন করে হাত-পা বেঁধে বিবস্ত্র করে দেহ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠছে তারই স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে চাঁচল থানার পুলিশ। রাতেই খবর পেয়ে চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের কাছে এই খুনের ঘটনা স্বীকার করেছে অভিযুক্ত স্বামী রাজা খান। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গেছে, প্রায় ছ’বছর আগে বিয়ে রুকসানার। তার স্বামী রাজা খান পেশায় ইটভাটা শ্রমিক।তাদের একটি চার বছরের পুত্র সন্তানও রয়েছে। জমি নিয়ে মাঝে মধ্যেই রুকসানার ওপর অশান্তি করা হত বলে অভিযোগ।
মৃতার মা আনো বিবি জানান, রাতে গ্রামে ধর্মীয় জলসা ছিল। জলসা থেকে বাড়ি ফিরে রাতে খাওয়া দাওয়াও করে ঘুমোতে যায় সে। এরপরেই এমন কাণ্ডের কথা শোনা যায়। জামাই এবং তার ভাইয়ের সঙ্গে জমি নিয়ে অশান্তি চলছিল। মেয়েকে প্রাণ নাশের হুমকি দেয় জামাই বলেও জানিয়েছেন তিনি। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি চেয়েছে মৃতের পরিবারের সদস্যরা। অভিযুক্ত রাজা খানকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। পুরো ঘটনার তন্ত শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, চাঁচল, মালদা।