Malda : মেডিকেল কলেজ পরিদর্শনে নয়া জেলাশাসক

আরও পড়ুন

কলেজ ও হাসপাতালের পরিদর্শনে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নীতিন সিংহানিয়া। সোমবার দুপুর দু’টো নাগাদ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে অধ্যক্ষ চিকিৎসক পার্থপ্রতিম মুখোপাধ্যায়-সহ হাসপাতালের দায়িত্বে থাকা অন্যান্য আধিকারিকদেরকে নিয়ে প্রথমে মালদা মেডিকেল কলেজের মাতৃমা বিভাগ ওপিডি বিল্ডিং-সহ ট্রমা কেয়ার পরিদর্শন করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া-সহ অন্যান্য আধিকারিকরা।

এবিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক জানান, রবিবার মালদা জেলার দায়িত্বভার বুঝে নেওয়ার পর সোমবার দুপুরেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন তিনি। তিনি আরও জানান, মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো আরও কিভাবে উন্নত করা যায় এবং সাধারণ মানুষকে কিভাবে সুন্দুর পরিষেবা দেওয়া যায় সেবিষয়ে আলোচনা করা হয়। অন্যদিকে মেডিকেল কলেজের নোংরা আবর্জনা-সহ জল নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখেন জেলাশাসক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নীতিন সিংহানিয়া। তিনি আরও কি কি বলছেন শুনব-

এবিষয়ে মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান-সোমবার জেলাশাসক দায়িত্ব নেওয়ার পর প্রথম মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখেন। পাশাপাশি আমরা মেডিকেল কলেজের নোংরা আবর্জনা-সহ জল নিষ্কাশনের বিষয়টি খতিয়ে দেখছি। যেনও সিংহভাগ সমস্যার সমাধান দ্রুত করা যায়। এবিষয়ে আমাদের জানালেন জেলাশাসক। এ বিষয়ে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার পার্থ প্রতিম মুখোপাধ্যায় কি বলেছেন শুনব-

 

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close