Malda: পারিবারিক সমস্যা থেকেই দেববল্লভ বিদ্যালয়ে ঢুকেছিল, মন্তব্য এসপি-র

আরও পড়ুন

বুধবার বিকেলে মালদার মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়াকে হতাশাগ্রস্থ মানুষের কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছেন মালদা জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে পুলিশ সুপার শ্রীযাদব জানান- তার একটি টিম ওই আগ্নেয়াস্ত্র বহনকারী দেববল্লভকে কৌশলে ধরে ফেলে। উল্লেখ্য, সংশ্লিষ্ট ব্যক্তি ওই বিদ্যালয়ের ক্লাস সেভেনের শ্রেণিকক্ষেই ছাত্রদের আটক করে। হাতের মধ্যে অজ্ঞাত পরিচয় ব্যক্তির আগ্নেয়াস্ত্র দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। পরে পুলিশ এবং অভিভাবকদের সম্মিলিত দল অভিযুক্ত দেববল্লভকে রীতিমতো ফিল্মি কায়দায় আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ধৃত আগ্নেয়াস্ত্র বহনকারী ব্যক্তির সঙ্গে কোনও রাজনৈতিক দলের সংশ্রব রয়েছে কিনা সে বিষয়ে কিছু খোলসা করে বলতে চাননি পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব।

মালদার মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুল এবং এস পি অফিস ঘুরে দেবাশীষ দাসের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close