Malda : টাকা, নথি বোঝাই ব্যাগ ফিরিয়ে মানবিক মুখ পুলিশের

আরও পড়ুন

রাস্তায় পড়ে থাকা মূল্যবান কাগজ-সহ কয়েক হাজার টাকা মজুত থাকা ব্যাগ তার মালিককে ফিরিয়ে দিল কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার কৃষ্ণপল্লি সাবওয়ে সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে। যেখানে ডিউটিতে ছিলেন দুই সিভিক ভলান্টিয়ার-সহ এক ট্রাফিক পুলিশ অফিসার। তারা রাস্তার ধারে ওই ব্যাগটি পড়ে থাকতে দেখেন। এরপরই ব্যাগ খুলে প্রকৃত মালিকের ভোটার কার্ড, আধার কার্ড-সহ যাবতীয় নথিপত্র দেখে ঠিকানা খুঁজে বার করেন। এরপরই সেই নথিপত্র-সহ টাকার ব্যাগ তুলে দেওয়া হয় প্রকৃত মালিকের হাতে।

স্থানীয় সূত্রের খবর, কৃষ্ণপল্লি এলাকার বাসিন্দা ওই মানুষটি। পেশায় ব্যবসায়ী। মঙ্গলবার রাতে পরিবার নিয়ে টোটোয় চেপে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। তার সঙ্গে একটি ব্যাগে মজুত ছিল বেশ কিছু দরকারি কাগজ-পত্র, পরিচয় পত্র ও নগদ কয়েক হাজার টাকা। ভুলবশত, সেই ব্যাগটি কৃষ্ণপল্লি গেটের কাছেই কোনওরকমে পড়ে যায়। পরে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীরা ব্যাগটি পেয়ে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেন। পুলিশের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন সেই ব্যবসায়ী ও তার পরিবার।

মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close