Malda : এরাজ্যের রাজনীতি খুব স্পর্শকাতর রাজনীতি, মন্তব্য দিলীপের

আরও পড়ুন

রাজ্যপালকে উদ্দেশ্য করে দিলীপ ঘোষ বলেন, “এখানের রাজনীতি খুব স্পর্শকাতর রাজনীতি”। শনিবার রায়গঞ্জের দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগে মালদা টাউন স্টেশনে এমনই মন্তব্য করেন বিজেপি-র সর্বভারতীয় সরকারি সভাপতি দিলীপ ঘোষ।

সূত্রের খবর, শনিবার রায়গঞ্জের দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগে মালদা টাউন স্টেশনে উপস্থিত হয়ে তিনি অনেক কথাই বলেছেন। এছাড়াও রাজ্যপাল ইস্যুতে তিনি বলেন, “তিনি প্রশ্ন তুলতেই পারেন। যখন রাজ্যপালের মতো এমন গরিমাময় পদে যখন এই ধরনের কাজ হয় তখন প্রশ্ন ওঠে। কিন্তু আমরা আশা করব- রাজ্যপাল যে সাংবিধানিক পদ এবং যিনি এসেছেন সি ভি আনন্দ বোস তিনি ভীষণ যোগ্য ব্যক্তিত্ব। তার অনেক অভিজ্ঞতা আছে। সেই কাজ তিনি করুন বাংলার স্বার্থে। এখনকার রাজনীতি খুব স্পর্শকাতর রাজনীতি, সেক্ষেত্রে যদি ভেবে চিন্তে কাজ করেন তাহলে এধরনের প্রশ্ন উঠবে না।”

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close