গঙ্গার মধ্যগতির তীব্র ভাঙ্গনে নদীগর্ভে তলিয়ে নিশ্চিহ্ন হওয়ার পথে একটি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির একটি বড় অংশই ইতিমধ্যে নদীগর্ভে নিশ্চিহ্ন হয়ে গেছে। বিদ্যালয়ের অবশিষ্ট যতটুকু আছে অংশ তাও নদীতে তলিয়ে যাওয়ার সময় হয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসীর। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে মালদার মানিকচক ব্লকের নদীপাড়ের নারায়ণপুর চড় এলাকায়।
সূত্রের খবর, ওই বিদ্যালয় নদী গর্ভে ধীরে ধীরে তলিয়ে যাওয়ার ঘটনায় আপাতত বন্ধ পঠন-পাঠন। নারায়ণপুর চরের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রবল ভাঙ্গনের জেরে বাড়িঘর ছেড়ে অন্যত্রে আশ্রয় নিচ্ছেন এলাকাবাসীর। বিদ্যালয় ভবনের অবশিষ্ট অংশ যে কোনও সময় তলিয়ে যাবে বলেই জানাচ্ছেন স্থানীয়রা।
মানিকচকের গঙ্গা নদীর পারে অবস্থিত রয়েছে নারায়ণপুর চর এলাকা। গত বছর কয়েক ধরে ব্যাপকহারে এই এলাকা জুড়ে ভাঙ্গন হচ্ছে। বিগত বছরে গঙ্গার পার ভাঙ্গনের জেরে নিশ্চিহ্ন হয়েছে শিশু শিক্ষা কেন্দ্র থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সর্বত্র। তবে এবারে একমাত্র নারায়ণপুর চর প্রাথমিক বিদ্যালয় নিশ্চিহ্ন হওয়ার পথে।
সূত্রের খবর, নারায়ণপুর চর প্রাথমিক বিদ্যালয়ে পাঠরত প্রায় দেড়শো জন ছাত্র-ছাত্রী রয়েছে। চারজন শিক্ষক ছিলেন। তবে গঙ্গার জলস্তর বেড়ে যাওয়া ও ভাঙ্গন হওয়ার আশঙ্কার মাঝেই বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়। এই বিদ্যালয়টি সর্বত্র তলিয়ে যাওয়ায় প্রশাসন যথারীতি নজরদারি রেখেছে বলে খবর।
ফোর্টিন টাইমলাইন, মানিকচক, মালদা।