Malda : টাকা চুরির প্রতিবাদ করে শ্যালকের হাতে আক্রান্ত জামাইবাবু

আরও পড়ুন

টাকা চুরি করার প্রতিবাদ করে শ্যালকের হাতেই আক্রান্ত হলেন জামাইবাবু। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মালদার ইংরেজবাজার থানার কাঞ্চনটার এলাকায়। সূত্রের খবর, আক্রান্ত ওই ব্যক্তির নাম সন্তোষ রায়, এবং গুণধর শ্যালকের নাম অচিন দাস ।

অভিযোগ, তার শ্যালক অচিন দাস তার কাছ থেকে সাত হাজার টাকা চুরি করে। এরই প্রতিবাদ করায় তার শ্যালক তাকে পাথর দিয়ে জামাইবাবুর মাথায় আঘাত করে। ঘটনায় গুরুতর ভাবে চোট পান তিনি। এরপর তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। এ বিষয়ে সন্তোষ রায় কি বলছে শুনব-

দক্ষিণ মালদা থেকে অপূর্ব বর্মনের রিপোর্ট,টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close