পথ দুর্ঘটনায় গুরুতরভাবে জখম এক গৃহবধূ। অসুস্থ মাকে বাপেরবাড়িতে থেকে দেখে ফেরার পথে টোটোর চাকা খুলে দুর্ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
সূত্রের খবর, জখম ওই গৃহবধূর নাম জাহিরন বিবি। বয়স ৩০ বছর। বাড়ি রতুয়া থানার বাবলাবোনা এলাকায়। শুক্রবার সকালের দিকে তিনি সামসিতে তার মায়ের বাড়ি গেছিলেন। শুক্রবারই তিনি রাতে টোটোতে করে বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছিলেন। বাড়ির কাছে তিতিয়া সেতুর কাছে টোটোটির একটি চাকা হঠাৎই খুলে টোটোটি পাল্টি খায়। এই ঘটনায় জখম হন ওই গৃহবধূ-সহ ততটা চালক। ঘটনাটি স্থানীয়দের চোখে পড়তেই তারা তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান।
ফোর্টিন টাইমলাইন, মালদা।