গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি কেন্দ্রের। উত্তরবঙ্গের মহদীপুর ভারত-বাংলাদেশ সীমান্ত, হিলি-সহ বেশ কয়েকটি বন্দরে আটকে হাজার হাজার গম বোঝাই লরি। গম নষ্টের পাশাপাশি কৃষকদের ক্ষতির আশঙ্কা। এমন অবস্থায় মাথায় হাত পড়েছে রফতানিকারিকদের। মালদার মহদীপুর আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ স্থলবন্দরে বর্তমানে কয়েক হাজার গম বোঝাই লরি আটকে রয়েছে। প্রতিদিন মহদীপুর স্থলবন্দর দিয়ে ৩০০ থেকে ৪০০টি পণ্যবাহী লরি রফতানির উদ্দেশ্যে ঢোকে বাংলাদেশে। কিন্তু কেন্দ্রীয় সরকারের গত ১২ মে গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করায় হাজার হাজার গম বোঝাই লরি আটকে পড়েছে সীমান্তে। দেশের অভ্যন্তরীণ মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে এই নিষেধাজ্ঞা কেন্দ্রের বলে সূত্রের খবর।
এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার কো-অডিনেটর কমিটির রাজ্য সম্পাদক উজ্জল সাহা জানান, কেন্দ্রীয় সরকারের গম রফতানিতে নিষেধাজ্ঞার জেরে ল্যান্ড পোর্ট, সি পোর্ট, রেল পোর্ট এবং এয়ারপোর্টে লক্ষ লক্ষ টন গম আটকে পড়ে রয়েছে। এর ফলে রফতানিকারকরা ক্ষতির মুখে পড়েছেন। ইতিমধ্যে বিষয়টি লিখিত আকারে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলকে জানানো হয়েছে। বিভিন্ন পোর্টে আটকে থাকা গম গুলি যাতে বাংলাদেশ রফতানি করা হয় সেই জন্য লিখিত আবেদন করা হয়েছে।
Avishek Saha, Reporter, Uttar Malda