ডিজে বাজানোর প্রতিবাদ করায় তৃণমূলের উপ প্রধানকে পিটিয়ে খুন। ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার রথবাড়ি পঞ্চায়েতের পাঠানপাড়া গ্রামে। মঙ্গলবার এই ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকাজুড়ে। স্থানীয়রা তড়িঘড়ি ওই বৃদ্ধকে উদ্ধার করে মোথাবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠান।
সূত্রের খবর, মৃত উপ-প্রধানের নাম আফজাল মমিন, বয়স ৬৫ বছর। মালদার কালিয়াচক ২ নম্বর ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাবলা পাঠানপাড়ার বাসিন্দা তিনি। গত কয়েকদিন যাবৎ ওই গ্রামে রাস্তা দিয়ে উচ্চস্বরে ডিজে বাজিয়ে নিয়ে যাচ্ছিল কয়েকজন যুবক। সোমবার একদল যুবক ডিজে বাজিয়ে যাচ্ছিল সেখান দিয়ে, স্থানীয়রা তাদেরকে বারণ করলে তারা ডিজে থামিয়ে দেয়। মঙ্গলবার রাতে আরও একদল যুবক রাস্তা দিয়ে উচ্চস্বরে ডিজে বাজিয়ে নিয়ে যাচ্ছিল। এরপর তাদেরকে ডিজে বাজানো বন্ধ করার অনুরোধ করেন গ্রামের বাসিন্দারা। তারা ডিজে বাজানো থামিয়ে গ্রামবাসীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে। এরপর দু’পক্ষের বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। সেখানে এক জনের মৃত্যুও হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মোথাবাড়ি থানার পুলিশ। এরপর তারা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, মালদা।