গোপন সূত্রে অভিযান চালিয়ে দুটি পিস্তল ও ছ’টি কার্তুজ-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল মালদহের হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। সোমবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা গ্রাম পঞ্চায়েতের বোরনাহি এলাকায় বিশাল পুলিশবাহিনী অভিযান চালিয়ে ওই এলাকার স্ট্যান্ড থেকে সন্দেহজনক অবস্থায় দুই ব্যক্তিকে গ্রেফতার করে। এরপর তাদের জেরা করেই এই বেআইনি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান, একটি সেভেন এমএম পিস্তল এবং ছয় রাউন্ড কার্তুজ। ধৃতরা হলেন মোহাম্মদ সহিদুল করিম(৩০) হাসান জামান(৩২)। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বরনাহি গ্রামে। মঙ্গলবার ধৃত দুই জনকে চাঁচোল মহকুমা আদালতে পেশ করা হবে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এই বেআইনি আগ্নেয়াস্ত্র গুলি ধৃতেরা কেন মজুদ করে রেখেছিল, কি পরিকল্পনা নিয়েই হরিশ্চন্দ্রপুরের ওই এলাকায় জড়ো হয়েছিল। কিন্তু তাদের এই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পাশাপাশি পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।