ইন্দিরা আবাসন যোজনা ঘর না পাওয়ায় গ্রামবাসীরা হবিবপুর বুলবুল চন্ডি অঞ্চল অফিসের সামনে মালদার নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করে। বৃহস্পতিবার দুপুরে এই পথ অবরোধ কর্মসূচি চলায় এলাকায় যানজটের সৃষ্টি হয়। গ্রামবাসীদের অভিযোগ, তাদের ঘর পাওয়ার কথা ছিল কিন্তু তারপরও তারা ঘর পাচ্ছেন না। আর যাদের পাকা বাড়ি আছে তারা ঘর পাচ্ছে। এই নিয়ে এলাকার স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং সদস্যদের জানানো হলেও তারা গ্রামবাসীদের কোনও কথা শুনছে না বলে অভিযোগ। বুলবুলচন্ডী অঞ্চলের কচুপুকুর, ঝিনিপুকুর এলাকার অনেকেই বাড়ি পাননি। আবার অনেকের নাম ইন্দিরা আবাস যোজনার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের দাবি, তাদেরও ঘর দিতে হবে। এদিকে হবিবপুর ব্লকের বিডিও সুপ্রতিক সাহার নির্দেশে ব্লকের জয়েন্ট বিডিও আবির দত্ত অবরোধকারী গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। গ্রামবাসীদের দাবি অনুযায়ী জয়েন্ট বিডিও-র সামনেই আবার নতুন করে যাদের ঘর প্রয়োজন তাদের নামের তালিকা করা হয়। এরপর ব্লক প্রশাসনের আশ্বাসে গ্রামবাসীরা অবরোধ তুলে নেয়।
ফোর্টিন টাইমলাইন, মালদা।