মালদার যদুপুরে তিনজন খুনের ঘটনায় মৃতের পরিবারের সদস্যকে পুলিশ আটক করার ঘটনায় ৩৪নম্বর জাতীয় সড়ক অবরোধ গ্রামবাসীদের।
সূত্রের খবর, পরিবারের দাবি অন্যায় ভাবে মিঠুন মন্ডলকে আটক করেছে পুলিশ। অবিলম্বে মিঠুনকে ছাড়তে হবে না হলে অবরোধ চলবে। ঘটধার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ইংরেজবাজার থানার পুলিশ।
ফোর্টিন টাইমলাইন , মালদা।