বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার মহিষবাথানী গ্রামপঞ্চায়েতের নুরপুর গ্রামের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করা হয়। তবে এই ঘটনায় পলাতক প্রেমিক। মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।
সূত্রের খবর, মৃতের নাম হেমন্ত রজক। বয়স ৪০ বছর। তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবৎ বিছানায় শয্যাশায়ী। সেই সুযোগেই নিকট এক আত্মীয় জগৎ সিংয়ের সঙ্গে বিবাহ বর্হিভুত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন স্ত্রী পিঙ্কি রজক। কিন্তু চোখের সামনে স্ত্রীর সেই সম্পর্ক কোনও ভাবেই মেনে নিতে পারেননি অসুস্থ স্বামী। তার স্ত্রীর সামনে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল বাড়ির অসুস্থ গৃহকর্তা। এরপরই পরিকল্পনা করে প্রেমিকের মদতে স্বামীকে শ্বাসরোধ করে খুন করে অভিযুক্ত স্ত্রী পিঙ্কি রজক। গোপনে স্বামীর মৃতদেহ বাড়ি থেকে শ্মশানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে অভিযুক্ত স্ত্রী ও তার প্রেমিক। পুরো বিষয়টি স্থানীয়দের নজরে পড়তেই তুমুল উত্তেজনার সৃষ্টি হয়ে যায়। এরপর গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় মৃতের স্ত্রী। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে তাকে।
পুলিশ সূত্রে জানা গেছে, জগৎ সিং-এর বাড়ি উত্তরপ্রদেশের মুরাদাবাদে। সেখান থেকেই মালদা এসে নিয়মিত ওই গৃহবধূর সঙ্গেই যোগাযোগ রেখেছিল অভিযুক্ত। কিন্তু তাদের এই বিবাহ বর্হিভুত সম্পর্কের বাধা হয়ে দাঁড়িয়েছিল অসুস্থ হেমন্ত রজক। তাই তাকে খুন করার পরিকল্পনা করে ওই দু’জন।
গ্রেফতারের পর ধৃত পিংকি রজক পুলিশকে জানান, তার চার ছেলে মেয়ে। তাদের দূর সম্পর্কের আত্মীয় জগৎ সিং। বেশিরভাগ দিনই তাদের বাড়িতে এসেই থাকতেন তিনি। তিনি বলেন, তার স্বামীকে খুন করার কথা জগৎ সিংই আগে বলেছিল।
এলাকাবাসীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মৃতের স্ত্রী পিংকি রজককে গ্রেফতার করা হয়। ওই প্রেমিকের তল্লাশি শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, মালদা।