Malda : ডাম্পারের ধাক্কায় মৃত্যু শ্রমিকের

আরও পড়ুন

ডাম্পারের ধাক্কায়এক শ্রমিকের মৃত্যু হল। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার সুজাপুর ফুটবল খেলা ময়দান সংলগ্ন এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। নামাজ পড়ে শ্রমিকের কাজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু আর বাড়ি ফেরা হল না। কাজে যাওয়ার পথেই বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়।

সূত্রের খবর, মৃত ওই শ্রমিকের নাম শহিদুল শেখ। বাড়ি কালিয়াচক থানার নাজিরপুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নামাজ পড়ে সাইকেল নিয়ে কাজের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছিলেন । সুজাপুর ফুটবল খেলা ময়দান এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় বেপরোয়া একটি ডাম্পার তাকে ধাক্কা মারে। ছিন্ন ভিন্ন হয়ে যায় দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close