বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল মালদা মেডিকেল কলেজের পড়ুয়ারা। রবিবার দুপুরে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রশাসনিক ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়। সেখানে উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখোপাধ্যায়, মেডিকেল কলেজের প্রফেসর ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস-সহ মেডিকেল কলেজ পড়ুয়ারা। এদিন প্রায় ৩৫টি চারা গাছ লাগানো হয় মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রশাসনিক ভবন চত্বরে। মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় তিনি নিজে হাতে বৃক্ষরোপণ করেন। তিনি জানান, পরিবেশের ভারসাম্য বাজিয়ে রাখতে এদিন কলেজের ছাত্র-ছাত্রীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করেন। ১০ থেকে ১২টি প্রজাতির গাছ এদিন লাগানো হয়।
মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট