Chanchal : বিশ্ব নবী হজরত মহম্মদের জন্মদিবস পালিত

আরও পড়ুন

সারা বিশ্বের পাশাপাশি মালদার চাঁচলেও বিশ্বনবী হজরত মহম্মদের জন্মদিন পালন করা হল।রবিবার এই পবিত্র দিনটিকে সামনে রেখে চাঁচল সদরে একটি জুলুসের আয়োজন করা হয়।কলিগ্রাম, মতিহারপুর, বেজপুরা ও খরবা-সহ মালতীপুর এলাকার ধর্মপ্রাণ মানুষেরা মিছিল করে জমায়েত হন চাঁচলের নূরী মসজিদে।

এই নিয়ে মালদার চাঁচল সদরেও সবাই একত্রিত হয়ে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়। রবিবার এই মিছিলে সামিল হয়েছিলেন মালদা জেলাপরিষদের সভাধিপতি রফিকুল হোসেন, চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ, জেলাপরিষদ সদস্য সামিউল ইসলাম-সহ প্রত্যন্ত গ্রাম থেকে আগত ধর্মাবলম্বী মানুষেরা। ওই মিছিলটি খেজুরিয়া মোড় থেকে শুরু হয়ে গোটা চাঁচল সদর পরিক্রমা করে। এরপর নূরী মসজিদে একটি জলসারও আয়োজন করা হয়। ফাতেহার পরে সেখানে সিন্নি বিলি করা হয়।

ফোর্টিন টাইমলাইন, চাঁচল, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close