মঙ্গলবার অষ্টমতম আন্তর্জাতিক যোগ দিবস। যোগ দিবসের দিনই বিশেষ যোগ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হ’ল উত্তর মালদার চাঁচলে। জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে ও পশ্চিমবঙ্গ সরকারের আয়ুষ বিভাগের সহায়তায় চাঁচলের ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত হ’ল যোগ দিবস। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে যোগ দিবস অনুষ্ঠানের সূচনা করেন চাঁচলের মহকুমা শাসক কল্লোল রায় ও মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডা: জয়ন্ত বিশ্বাস। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডা: কুমারেশ ঘোষ, চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ, ট্রাফিক ওসি চন্দন দে, শিক্ষক পার্থ চক্রবর্তী-সহ অন্যান্যরা। এবিষয়ে মহাকুমা স্বাস্থ্য আধিকারিক জয়ন্ত বিশ্বাস কি বলেছেন শুনুন –
উল্লেখ্য, আজ, ২১ জুন ২০১৫ সালে রাষ্ট্রপুঞ্জ কর্তৃক এই দিনটিকে বিশ্ব যোগ দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। তারপর থেকে ভারতবর্ষের সবচেয়ে পুরনো এই চিকিৎসা বিজ্ঞানকে স্বীকৃতি জানাতে প্রতি বছর এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালিত হয় গোটা বিশ্বে। বিশ্বের পাশাপাশি মালদার জেলার চাঁচলেও এই যোগ দিবস পালন করা হ’ল। অনুষ্ঠানেটিতে ক্ষুদে যোগ শিল্পীরা কঠিন কঠিন যোগাসন করে সকলকে তাক লাগিয়ে দেয়। আট থেকে আশি সকলেই আজ যোগ দিবসের সামিল হন।
ফোর্টিন টাইমলাইন, চাঁচল, মালদা