বিভিন্ন দাবি নিয়ে জেলা বামফ্রন্টের ডাকে মালদা জেলা পরিষদ অভিযান হল। মঙ্গলবার দুপুর দুটো নাগাদ মালদা শহরের রথবাড়ি এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল সারা শহর পরিক্রমা করে শেষ হয় পোস্ট অফিস মোড় এলাকায়। মিছিলে অংশ নেন সিপিআইএমের পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র ,মহিলা নেত্রী করণিকা ঘোষ, শতরূপ ঘোষ, মালদা জেলা বামফ্রন্টের আহ্বায়ক অম্বর মিত্র,আরএসপি-এর জেলা সম্পাদক সর্বানন্দ পান্ডে সহ-অন্যান্য বামপন্থী নেতৃত্ব। মঙ্গলবার মিছিল শেষে মালদা শহরের পোস্ট অফিস মোড়ে একটি পথসভার আয়োজন করা হয়। পরিস্থিতি সামাল দিতে শহর জুড়ে মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী। রাজ্য এবং কেন্দ্র সরকারের বিরোধিতা করে মঞ্চে বক্তব্য রাখেন বামপন্থী নেতা-নেত্রীরা। এরপর কয়েকজনের একটি প্রতিনিধি দল মালদা জেলা পরিষদে দাবি সনদ তুলে দেন জেলা বামফ্রন্টের পক্ষ থেকে।
ফোর্টিন টাইমলাইন, মালদা।