West Bengal : ২ মে থেকেই ছুটি

রাজ্যে আগামী ২ মে থাকে ছুটির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

আরও পড়ুন

কিছু দিন ধরে তীব্র গরমের দাবদাহের ফলে অনেকেই অসুস্থতার মধ্যে পড়ছিলেন। সব থেকে বেশি কষ্ট হচ্ছিল পড়ুয়াদের। তাদের মধ্যে অনেকেরই নাক থেকে রক্তপাতও হয়েছে। সেই কারণে পড়ুয়াদের জন্য স্বস্তির বার্তা জানিয়েছে রাজ্য সরকার।

রাজ্য সরকারের উদ্যোগে গরমের ছুটি এগিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, আগামী ২ মে থেকে সমস্ত স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে গরমের ছুটি শুরু হবে। ২৭ মে বুধবার, নবান্নে ছুটির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। গরমের ছুটি সাধারণত ১৬ মে থেকে পড়ার কথা। কিন্তু, এইবার নির্ধারিত গ্রীষ্মকালীন অবকাশের আগেই ছুটি ঘোষণা করা হয়েছে।

সূত্রের খবর, পরবর্তী কোনোও নির্দেশ জারি না হলে ১৫ জুন পর্যন্ত ছুটি থাকবে। মমতা বন্দোপাধ্যায় সরকারি ছাড়াও বেসরকারি স্কুলগুলি ছুটির নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষাসচিব মণীশ জৈনকে। গরমের ছুটির ঘোষণার ফলে বেশকিছু পরীক্ষাও আপাতত পিছিয়ে গেছে। একাদশ শ্রেণীর প্রাকটিক্যাল পরীক্ষাও ২৯ এপ্রিল থেকে ১৪ মে’র মধ্যে হওয়ার কথা ছিল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ” বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে”। অর্থাৎ, বোঝাই যাচ্ছে পরীক্ষা পিছোতে পারে। সুতরাং, শুধু একাদশ শ্রেণীরই নয় প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও নবম শ্রেণীর প্রথম পরীক্ষাও গরমের ছুটির পর নেওয়া হবে।
সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসুর আবেদন, পরীক্ষার দিনগুলি স্কুল খোলা থাকলে সুবিধা হবে, পড়ুয়াদের পরীক্ষার প্রক্রিয়া এক মাস পিছিয়ে যাবে।

২ মে থেকে ছুটি শুরুর কথা বলা হলেও কত দিন পর্যন্ত এই ছুটি চলবে তা সেইভাবে ভালো মতো বলা হয়নি। পরিবেশ যতদিন পর্যন্ত উত্তপ্ত থাকবে ততদিন পর্যন্ত ছুটি থাকবে বলে জানানো হয়েছে। আবহাওয়া সূত্রের খবর, ১ মে থেকে তাপপ্রবাহের দাপট কিছুটা হলেও কমতে পারে। যদি তাপপ্রবাহ তুলনামূলক কম থাকে তাহলে পরিস্থিতি বুঝে স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিও খুলে যেতে পারে বলে জানানো হয়।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close