দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে সন্তোনগর কাদিরপাড়া এলাকায় বোমা বিস্ফোরণে আহত হয়েছেন এক ব্যক্তি। বাড়ির বাগানে কাজ করতে গিয়েছিলেন তিনি । ঝোপের আড়ালে থাকা বোমাটি আচমকা বিস্ফোরণের ফলে গুরুতর জখম হয়েছেন ওই ব্যাক্তি।
সূত্রের খবর, আহত ওই ব্যাক্তির নাম লিয়াকত লস্কর। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যান । ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । বোমা বিস্ফোরণের ঘটনায় ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।সামনে এই মুহূর্তে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে তোরজোর শুরু হয়েছে। তার মধ্যে একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনায় বাড়ছে চাঞ্চল্য। বাগানের ঝোপের আড়ালে বোমা এল কোথাথেকে তার তদন্ত শুরু করেছে পুলিশ । লিয়াকত লস্করের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বোমা কিভাবে বাগানে এল তা তারা জানেন না। অন্যদিকে বোমা বিস্ফোরণের কারনে আতঙ্কিত এলাকাবাসী।
ফোর্টিন টাইমলাইন, মথুরাপুর।