Alipurduar : প্রাথমিকে চাকরিহারা প্রার্থীদের তালিকায় নাম মন্ত্রীকন্যার

আরও পড়ুন

প্রাথমিকে ৩৬ হাজার চাকরিহারা প্রার্থীদের তালিকায় নাম উঠেছে আলিপুরদুয়ারের মালবাজার ব্লকের বিধায়কের মন্ত্রীকন্যার। প্রাথমিকে চাকরি হারিয়েছে তিনিও। এমন ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।

ওই মন্ত্রীকন্যার নাম সুষুমা চিকবড়াইক। তিনি রাজ্যের অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ণ দফতরে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথা মালবাজারের বিধায়ক বুলু চিকবড়াইকের মেয়ে। তিনি মালবাজার ব্লকের রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটি চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষিকা পদে নিযুক্ত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়র রায়ে ৩৬ হাজার জন অপ্রশিক্ষিত শিক্ষক-শিক্ষিকা চাকরি হারিয়েছেন। সেই তালিকায় নাম ছিল মন্ত্রীকন্যা সুষুমা চিকবড়াইক-এরও। তবে এবিষয়ে তাদের জিজ্ঞেস করা হলে তারা কোনোরকম মন্তব্য করতে চাননি। এমন ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকা-সহ রাজনৈতিকমহলে।

ফোর্টিন টাইমলাইন, মালবাজার, আলিপুরদুয়ার।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close