ডেলিভারি অফিসে দুষ্কৃতী হামলা। ভেঙে দেওয়া হয়েছে বেশ কিছু সামগ্রী। সূত্রের খবর, ডেলিভারি অফিস থেকে অভিযোগ জানানো হয়েছে যে, তারা এই ঘটনাটির ফলে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বাঁধাপুুকুর বাস্ট্যান্ড এলাকায়। আতঙ্কে রয়েছেন ওই সংস্থার কর্মীরা। পুলিশের পক্ষ থেকে কোনোরকম ব্যবস্থা না নেওয়ায় কাজ বন্ধ করে রেখেছেন তারা।
সংস্থার কর্মীরা জানান, বেশ কয়েকদিন আগেই এই অফিসটি পুরাতন মালদা থেকে ইংরেজবাজার বাঁধাপুকুর এলাকায় স্থানান্তরিত করা হয়। জানা যায়, এরপর থেকেই রাত্রি হলেই এই অফিসে প্রায়ই বেশ কিছু দুষ্কৃতী আসে এবং তাদের হুমকির সঙ্গে মারধরও করে যায়। এরপর বৃহস্পতিবার রাত্রিবেলায় মদ্যপ অবস্থায় বেশ কিছু দুষ্কৃতী তাদের অফিসে আসে এবং তাদেরকে মারধর করে বেশ কিছু জিনিস ভাঙচুর শুরু করে। সংস্থার কর্মী বিকি সাউ জানান, ” আমরা বাইরে থেকে এখানে কাজ করতে এসেছি। আমাদের কোনো নিরাপত্তা নেই। বিষয়টি কর্তৃপক্ষ ও থানায় অভিযোগ জানালে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। যার ফলে আমরা আতঙ্কে রয়েছি। এই ব্যবস্থার সুরাহা হয় না হওয়া পর্যন্ত আমরা কাজ বন্ধ রেখেছি।”
Malda: ডেলিভারি অফিসে দুষ্কৃতী হামলা!
বৃহস্পতিবার রাতে মদ্যপ অবস্থায় কয়েকজন দুষ্কৃতী মালদার এক ডেলিভারি অফিসে হামলা চালালো
- Advertisement -