Cooch Behar : বন্যা কবলিত এলাকা ঘুরে শুকনো খাবার, পলিশিট বিলি বিধায়কের

আরও পড়ুন

কোচবিহার ১ নম্বর ব্লকের চান্দামারী অঞ্চলের বৈরাতি জগৎজুলি গ্রামের জলবন্দি এলাকা পরিদর্শন করলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে। শনিবার তিনি বন্যা কবলিত এলাকায় শুকনো খাবার চিড়ে মুড়ি-সহ অন্যান্য সামগ্রী পৌঁছে দেন। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন কোচবিহার এক নম্বর মন্ডল সভাপতি রঘুনাথ বিশ্বাস, জেলা অফিস সম্পাদক দিব্যনাথ বর্মন-সহ আরও অনেক নেত্রীস্থানীয় মানুষ।
বিধায়ক নিখিল রঞ্জন দে এদিন জানান, বিডিও লেভেলের সাহায্য যেনও এই জগৎজলি গ্রামে পৌঁছয় তার ব্যবস্থা তিনি করবেন এবং গ্রামের রাস্তাঘাট-সহ অন্যান্য দিকেও নজর রাখার জন্য প্রশাসনকে সরাসরি জানাবেন বলেও জানিয়েছেন তিনি। তবে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাতের ফলে চান্দামারীর বৈরাতির জগৎজুলি গ্রামের মানুষ যে বিপদে রয়েছেন তা চোখ বন্ধ করেও বলে দেওয়া যায়।

কোচবিহারের চান্দামারীর বৈরাতি এলাকার জগৎজুলি গ্রাম ঘুরে চন্দন দাস-এর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close