Siliguri : পাহাড়ের রাস্তার মেরামতিতে সায় কেন্দ্রের, কাজ শুরু ১০ নম্বর জাতীয় সড়কের

আরও পড়ুন

শিলিগুড়ি থেকে সিকিম রাস্তার বেহাল অবস্থা। ১০ নম্বর জাতীয় সড়কে প্রতিদিনই যন্ত্রনার সম্মুখীন হতে হয় নিত্য যাত্রীদের। এই সমস্যা মেটাতেই শুরু হয়েছে বিকল্প ব্যবস্থা।

সূত্রের খবর, শিলিগুড়ি থেকে সিকিম যেতে হলে ১০ নম্বর জাতীয় সড়ক ধরেই যেতে হয়। প্রায় ৫ থেকে ৬ ঘন্টার রাস্তা। রাস্তার মাঝে মাঝেই থাকত সুবিশাল গর্ত। ফলে, হেলতে-দুলতে যেত গাড়ি। অনেক সময় দুর্ঘটনার কবলেও পড়তে হত যাত্রীদের।

নিত্য যাত্রীদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর যাবৎ এই রাস্তা মেরামত হয় না। রাস্তার অবস্থা বেহাল থাকার ফলে পর্যটন কেন্দ্রগুলিও নিজেদের ব্যবসায় মার খায়। এই সমস্যা মেটাতেই শুরু হয়েছে নয়া রাস্তা তৈরির কাজ। সেবক থেকে লাভা। লাভা থেকে কালিম্পঙ। সেখান থেকেই সিকিম। এই রাস্তা মেরামতের জন্য অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র বলে জানিয়েছেন দার্জিলিঙের সাংসদ।

ফোর্টিন টাইমলাইন, শিলিগুড়ি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close