বৃষ্টিকে উপেক্ষা করে এক দিবসীয় বিধানসভা ভিত্তিক এমপি কাপ ২০২৩ লিগ কাম নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল ইটাহারে। এদিন বালুরঘাট লোকসভার সাংসদ ড. সুকান্ত মজুমদারের উদ্যোগে এবং ইটাহার বিধানসভা ভারতীয় জনতা পার্টির পরিচালনায় এই ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় ইটাহার হাই স্কুল ফুটবল মাঠে। টুর্নামেন্টের সূচনা করেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার। এছাড়া উপস্থিত ছিলেন, জেলা সম্পাদিকা সবিতা বর্মন, লোকসভা কনভেনার গৌতম রায়, হ্যান্ডলুম সেলের জেলা কনভেনর উজ্জ্বল বর্মন, কিষাণ মোর্চার জেলা সভাপতি জ্যোতিষ সরকার, বিধানসভা কনভেনর রবি দত্ত, বিজেপি নেতা চুঁনু হাঁসদা সহ অন্যান্যরা। জানাযায়, সাংসদ ড. সুকান্ত মজুমদারের উদ্যোগে বালুরঘাট লোকসভার প্রতিটি বিধানসভার পাশাপাশি এদিন ইটাহার বিধানসভাতেও এমপি কাপ ২০২৩ এর আয়োজন করা হয়। এই খেলায় ইটাহার বিধানসভার আটটি ফুটবল দল অংশগ্রহণ করে। প্রথম খেলায় মুখোমুখি হয় বানবোল ও মহানন্দপুর একাদশ। টানটান উত্তেজনায় বৃষ্টিকে উপেক্ষা করে চলে ৮ টি দলের ফুটবল খেলা। ফাইনাল খেলায় মুখোমুখি হয় বানবোল ও সরাইদিঘী একাদশ। ফাইনাল খেলা শেষে ২ গোলে সরাইদিঘী একাদশকে পরাজিত করে বানবোল। এমপি কাপ ফুটবল খেলা দেখতে এদিন ছাতা মাথায় মাঠ প্রাঙ্গণে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এমপি কাপ ফুটবল খেলায় জয়ী দল আগামী ১৭ই সেপ্টেম্বর বালুরঘাটে আয়োজিত মোদী কাপ ২০২৩ এ অংশ নেবে বলে জানাযায়। এদিন জয়ী ও বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেয় উপস্থিত বিজেপি নেতৃত্বরা।
উত্তর দিনাজপুরের ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।