Dakshin Dinajpur: জেলায় দু’দিনের ঠাসা কর্মসূচি সাংসদ সুকান্ত মজুমদারের

আরও পড়ুন

আগামী রবি এবং সোমবার একগুচ্ছ কর্মসূচি হাতে নিলেন বিজেপি-র রাজ্য সভাপতি তথা বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। দলের জেলা সম্পাদক স্বরূপ চৌধুরী এ খবর জানিয়ে একটি বিজ্ঞপ্তি সংবাদ মাধ্যমের কাছে পাঠিয়েছেন।

আগামী ২১ জানুয়ারি,রবিবার তার কর্মসূচি গুলি হল-

সময়: সকাল ১১:০০টা
ইভেন্ট: নতুন সেতু উদ্বোধন।
স্থান: হিলি।

সময়: 12:30 P.M.
ইভেন্ট: হনুমান পূজা।
স্থান: ফুলবাড়ী হনুমান মন্দির।

সময়: বিকাল ৩:০০টা
ঘটনা: হরিবাসর।
ভেন্যু: যাদববাটি

সময়: সন্ধ্যা ৬:০০ টা
ইভেন্ট: বৈদ্যুতিক ড্রামের উদ্বোধন।
স্থান: চকভবানী কালী মন্দির, বালুরঘাট।

সময়: সন্ধ্যা ৬:৩০
ইভেন্ট: জিমের উদ্বোধন।
ভেন্যু: ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব, বালুরঘাট।

তারিখ: 22/01/2024 (সোমবার)

সময়: সকাল 9:30
ইভেন্ট: রাম পূজা।
ভেন্যু: যুবশ্রী মোড়, বালুরঘাট।

সময়: 9:45 A.M
ইভেন্ট: রাম পূজা।
স্থান: পাওয়ার হাউস, বালুরঘাট।

সময়: সকাল ১০:০০টা
ইভেন্ট: রাম পূজা।
স্থান: উত্তমশা।

সময়: সকাল 10:30
ইভেন্ট: রাম পূজা।
ভেন্যু: চৌরঙ্গী পতিরাম।

সময়: সকাল ১১:০০টা
ইভেন্ট: রাম পূজা
ভেন্যু: গঙ্গারামপুর।

সময়: দুপুর ১:০০টা
ইভেন্ট: রাম পূজা।
ভেন্যু: করদহ, তপন

সময়: দুপুর ২টা
ইভেন্ট: রাম পূজা।
স্থান: লস্করহাট

সময়: দুপুর ২:৩০
ইভেন্ট: রাম পূজা।
ভেন্যু: বালাপুর।

সময়: বিকাল ৩:০০টা
ইভেন্ট: রাম পূজা
স্থান: হনুমান মন্দির, বালুরঘাট।

সময়: বিকাল ৫:০০টা
ইভেন্ট: সন্ধ্যা আরতি এবং 1 লক্ষ প্রদীপ প্রজ্বালন।
ভেন্যু: কল্যাণী ঘাট, বালুরঘাট।.

দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close