Murshidabad : ক্লাস চলাকালীন সিলিং ফ্যান ভেঙ্গে পড়ায় আহত ২ ছাত্র

আরও পড়ুন

শুক্রবার ক্লাসে সিলিং ফ্যান ভেঙ্গে পড়ে গিয়ে আহত হল ২ জন ছাত্র। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া গোবরগাড়া হাই মাদ্রাসায়। আহত ওই দু’জন ছাত্রের নাম সামিউল সেখ এবং তোহমিদ বাসির। দুজনেই নবম শ্রেণীর পড়ুয়া। জানা গেছে শুক্রবার সকাল ১১ টার সময় স্কুলে ঢুকে ক্লাসরুমে বন্ধুদের সঙ্গে কথা বলছিল ওই পড়ুয়ারা। সেই সময় হঠাৎ সিলিং ফ্যান ভেঙে পড়ে যায়। ওই সিলিং ফ্যানটি ভেঙে পড়ায় একজন ছাত্রের কপাল কেটে যায় ও ওপর এক পড়ুয়ার হাত ভেঙে যায়। তড়িঘড়ি শিক্ষকরা ওই পড়ুয়াকে উদ্ধার করে স্থানীয় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।

আহত ছাত্র সামিউল জানায়-ক্লাসে শিক্ষকের জন্য অপেক্ষা করছিল সকলে। তার আগেই হঠৎই সিলিং ফ্যান ভেঙে পড়ে। অন্যদিকে আহত ছাত্র তোহমিদ বাসির জানান, স্কুলের শিক্ষকদেরকে বারংবার বলার পরও সিলিং ফ্যানটি চেঞ্জ করেনি অনেক পুরনো ফ্যান সেই কারনেই ভেঙে পড়ে যায়। স্কুলের শিক্ষক মির মোজাফফর হোসেন জানান, নবম শ্রেণির দুই ছাত্র আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। ফ্যানগুলি খতিয়ে দেখে প্রয়োজনে মেরামত করাবে স্কুল। ক্লাসে ফ্যান ভেঙে পড়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে স্কুলের বাকি ছাত্ররা। যদিও এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটি কারনেই এই ঘটনা ঘটেছে। আহত হয়েছেন দুইজন। তাদের চিকিৎসা চলছে।

ফোর্টিন টাইমলাইন, মুর্শিদাবাদ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close