বুধবার সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনজন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুর থানার নলবাটা এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, বুধবার আকতারুল সেখের বাড়িতে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার কাজ করছিলেন কয়েকজন কর্মী। আচমকাই অক্সিজেনের অভাবে গুরুতর অসুস্থ হয়ে পরে একজন। অসুস্থ ওই কর্মীকে বাঁচাতে গিয়ে আরও দু’জন অসুস্থ হয়ে পড়েন। ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় অসুস্থ কর্মীদের উদ্ধার করে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দু’জনের চিকিৎসা চালানো হচ্ছে।
ফোর্টিন টাইমলাইন, ইসলামপুর, মুর্শিদাবাদ।