Murshidabad : স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী

আরও পড়ুন

স্ত্রীকে খুন করে আত্মঘাতী হওয়ার ঘটনা ঘটল মুর্শিদাবাদে। ভগবানগোলা থানার সুবর্ণমৃগী এলাকার এই দম্পতির মৃত্যুর ঘটনায় এখনও অন্ধকারে পুলিশ। গতকাল, বুধবার নলি কেটে খুন করা হয় স্ত্রীকে, তার পরে আজ, বৃহস্পতিবার সকালেই বাড়ির পাশে গাছের ডাল থেকে উদ্ধার হয় স্বামীর ঝুলন্ত দেহ মৃতদেহ।

পুলিশি সূত্রে খবর ২৬ বছরের আয়েশা বিবি ও ৩২ বছরের জার্জিস শেখের বিয়ে হয় কয়েক বছর আগে। দুই সন্তানও আছে তাঁদের। কিন্তু গত তিন মাস ধরে ঝগড়াঝাটি করে আলাদা থাকতেন তারা ।

স্থানীয় সূত্রের খবর, আয়েশা বিবি রোজ সবজি নিয়ে ট্রেন ধরে শিয়ালদহে গিয়ে সবজি বিক্রি করতেন এবং রাতে ট্রেন ধরে বাড়ি ফিরতেন। শিয়ালদা-লালগোলা ফাস্ট প্যাসেঞ্জারে করে জিয়াগঞ্জ স্টেশনে নেমে, টোটো করে বাড়ি ফিরতেন। গতকাল, বুধবার রাতেও তাই করছিলেন। অন্য দিনের মতোই রাত সাড়ে ৯টা নাগাদ টোটোয় করে ফেরার সময়ে তার স্বামী আচমকা চড়াও হয় আয়েশা বিবির উপর, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে দেয় তার ।

এই ঘটনায় হৈচৈ শুরু হয় স্থানীয়দের। খবর পেয়ে আসে ঘটনাস্থলে আসে ভগবানগোলা থানার পুলিশ। আয়েশা বিবিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে অতিরিক্ত রক্তক্ষরনের কারনে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। ঘটনায় আয়েশার স্বামী জার্জিসের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে আয়েশার পরিবার।

কিন্তু আজ, বৃহস্পতিবার সকালে বাড়ির কাছেই একটি গাছে জার্জিস শেখকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান জার্জিস শেখ আত্মঘাতী হয়েছেন। তবে তাকে খুন করার সন্দেহও রয়েছে। দু’জনের মৃত্যুর মধ্যে কোনো সংযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পুনঃতদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকরা।

ফোর্টিন টাইমলাইন, মুর্শিদাবাদ।

 

 

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close